বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই দীর্ঘ দিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম কিন্তু এখন ইন্টারনেট সেবা কিছুটা চালু হলেও আমরা সঠিক স্পিড পাচ্ছিনা এবং যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আমরা সাধারণত ব্যবহার করি এগুলো অফ রাখা হয়েছে কিন্তু আমরা চাইলেই এটা ব্যবহার করতে পারি যেমন facebook youtube whatsapp instagram এর সকল আমরা একটি উপায়ে ব্যবহার করতে পারি সেটি হল ভিপিএন আমরা অনেকেই ভিপিএন এর নাম শুনেছি অনেকে শুনি নাই vpn এর অনেক কাজের মধ্যে একটি কাজ এটা যে সকল সাইট এবং ব্রাউজারগুলো সাময়িকভাবে ব্লক করা থাকে অথবা যে সকল সার্ভারগুলো বন্ধ করা থাকে সে সকল সার্ভারগুলোকে রুড চেঞ্জ করে ব্যবহার করা। যেমন বর্তমান সময়ে সারা বাংলাদেশ জুড়ে ফেসবুকসহ জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলি অফ রাখা হয়েছে কিন্তু আমরা চাইলেই সেটা ব্যবহার করতে পারি কিছুটা অন্য পথ দিয়ে সহজ ভাষায় বলতে গেলে আপনার বাসা থেকে অফিস যাওয়ার বেশ কয়েকটি রাস্তা রয়েছে এমত অবস্থায় আপনি প্রায় সব সময় যে রাস্তা দিয়ে যাতায়াত করেন সেটি কোন কারণে বন্ধ রয়েছে তাহলে আপনি অবশ্যই অন্য রাস্তা দিয়ে আপনার অফিসে পৌঁছাবেন।
ঠিক তেমনিভাবে ফেসবুক যেহেতু একটি ইন্টারন্যাশনাল প্লাটফর্ম আমাদের বাংলাদেশ থেকে facebook সার্ভার ব্লক করা থাকলেও খুব সহজেই আমরা ফোনে ফেসবুক ব্যবহার করার জন্য প্লে স্টোর থেকে একটি ভিপিএন ইন্সটল দিয়ে অন করলেই আমরা ফেসবুকে লগইন করতে পারব। কিন্তু আমরা যদি ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদেরকে নিজেদের সুরক্ষার জন্য সতর্ক থাকতে হবে কেননা ভিপিএন ব্যবহারে হ্যাকারদের জন্য আপনার ডিভাইসের এক্সেস নেওয়া সহজ হয়ে যায় সে ক্ষেত্রে ভিপিএন সম্পর্কে খুব ভালোভাবে জানার পরেই আমরা ভিপিএন ইউজ করার চেষ্টা করব। আমরা কখনোই ইউটিউব বা কারো কাছে শুনে ভিপিএন ইন্সটল দিয়ে ফেসবুক বা অন্যান্য কাজ করতে শুরু করব না অবশ্যই সেক্ষেত্রে ভিপিএন সম্পর্কে সঠিক তথ্য যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিব।