ওয়েব হোস্টিং কি

Internet-ইন্টারনেট

ওয়েবসাইট সম্বন্ধে আমাদের সর্বসাধারণের জানা না থাকলেও যারা একটু বেশি ইন্টারনেট নিয়ে ঘাঁটাঘাটি করি এবং ইন্টারনেট নিয়ে ভাবি অথবা যারা ইন্টারনেট থেকে আর্নিং করতে চায় তারা অবশ্যই ওয়েব হোস্টিং বা হোস্টিং সার্ভার সম্পর্কে শুনে থাকি কিন্তু আমরা যারা এ বিষয়ে অবগত আছি এবং বেশ অনেকদিন যাবত এ সকল বিষয়ের সাথে সম্পৃক্ত তারা জানলেও যারা আমরা নতুন করে অনলাইন বিষয়ে রিসার্চ করি অথবা অনলাইন থেকে আর্নিং করতে চাই তাদের মধ্যে ওয়েব হোস্টিং সম্পর্কে জানার আগ্রহটা সৃষ্টি হয় এবং এ বিষয়ে সঠিক তথ্য জানা থাকা অত্যন্ত জরুরী কেন না ওয়েব হোস্টিং বা ডোমেন ইন্টারনেটের একটি স্তম্ভ বা ভীত বলা যেতে পারে।

আসলে ওয়েব হোস্টিং কি ওয়েব হোস্টিং হল একটি ডিজিটাল স্পেস বা স্টোর একটা ওয়েবসাইট ক্রিয়েট করার কথা চিন্তা করলেই সর্বপ্রথম আমাদেরকে একটি ডোমেইন এবং একটি হোস্টিং এর কথা চিন্তা করতে হয় কেননা ডোমেন এবং হোস্টিং দুইটার সমষ্টিতেই একটি ওয়েবসাইট তৈরি হয়। সহজ ভাষায় বলতে গেলে ওয়েব হোস্টিং বলা হয় একটি এই বিশাল ইন্টারনেটের মধ্যে একটি অনলাইন সার্ভিস বা একটি secure space যার মাধ্যমে আপনি বা আপনার ভিজিটররা সার্ভিস নিয়ে থাকেন। সহজ ভাষায় বলতে গেলে ওয়েব হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের একটি স্পেস বা স্টোর। আপনি যখন একটি বাসা তৈরি করেন তখন আপনি এটা ভাবেন যে আমার বাসাটা কোথায় বানাবো এবং এরপরে আপনার প্রথম কাজ হয় বাসার জন্য একটি জমি বা স্পেস নির্ধারণ করা।

ঠিক তেমনিভাবে একটি ওয়েবসাইট বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে একটি ওয়েব হোস্টিং ক্রয় করতে হয় টেকনিক্যালি বলতে গেলে ওয়েব হোস্টিং বলা হয় অনেকগুলো অনলাইন কম্পিউটার বা অনলাইন স্টোর যেটি আপনার ওয়েবসাইটের আর্টিকেল থেকে শুরু করে আপনার ওয়েবসাইট ম্যানেজ করার জন্য যত কিছু প্রয়োজন হয় তা সংরক্ষণ করে এবং সেটাকে অনলাইনের মাধ্যমে লাইভ করে যাতে করে আপনার যে সকল ভিজিটর অনলাইনের মাধ্যমে আপনার ডেটা গুলো এক্সেস করতে চাই তারা কোন রকম হ্যাজেল ছাড়াই সকল তথ্য আদান প্রদান করতে পারে সেটার ব্যবস্থা পনা করে থাকে। ওয়েব হোস্টিংকে ডেটা সেন্টার ও বলা হয়ে থাকে এবং একটি ডেটা সেন্টারে কয়েক হাজারেরও বেশি অনলাইন কম্পিউটার থাকে যেটা শুধুমাত্র অনলাইন স্টোর হিসেবেই নয় আপনার সকল সফটওয়্যার এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলোকে ম্যানেজ করে থাকে। আর এ সকল সার্ভিসগুলো প্রদানের ক্ষেত্রে এই সকল কম্পিউটারগুলোকে সর্বদাই সর্বস্থায়ী অনলাইনে সংযোগ স্থাপন করে রাখতে হয়। আশা করি ওয়েব হোস্টিং সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *