আমরা প্রায় সকলেই এখন ইন্টারনেট নির্ভরশীল আমাদের দৈনিক জীবন থেকে শুরু করে বাসা অফিস ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে ইন্টারনেটের ওপর অনেকাংশেই নির্ভরশীল আর আমাদের এই সকলের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখেছে বর্তমান ব্রডব্যান্ড ইন্টারনেট এবং আমাদের শ্রদ্ধেয় আইএসপি গন তাদের সকলের সহযোগিতায় আজ আমরা সকলেই বলতে গেলে জিরো লোটেন্সি এবং লং জিবিটি কানেকশন উপভোগ করছি। আর এই সকল সংযোগগুলো দেওয়া হয়ে থাকে সাবমেরিন ক্যাবল ফাইবার অপটিক কেবল এন্ড cat6 বা ক্যাট ক্যাবল এর মাধ্যমে। এর মধ্যে থেকে আজকে আমরা জানব ফাইবার অপটিক কেবল কি এবং এটি কিভাবে কাজ করে….? বর্তমান সময়ে পূর্বের নেই অধিক পরিমাণে ফাইবার অপটিক কানেকশন অ্যাভেলেবল যার কারণে আমরা যারা এতদিন ফাইবার অপটিক কেবল সম্বন্ধে জানতাম না বা এ সম্পর্কে একটু কম জানি তারা হয়তো মনে করতাম এটি নতুন আবিষ্কৃত কোন কেবল আর যার কারণে তবে ফাইবার অপটিক ক্যাবলের শুরু হয়েছিল ১৯ ৭০ সালের দিকে আর সে সময় সর্বপ্রথম টেলিকমিউনিকেশন এর খাতে এটি ব্যবহার করা হতো।
এরপরে ১৯৮৮ সালে আমেরিকা এবং ইউরোপের মধ্যকার কানেক্টিভিটির জন্য সেই সময়েই সর্বপ্রথম আটলান্টিক মহাসাগরের তলদেশে বিছানো হয়েছিল ফাইবার অপটিক ক্যাবল। এরকম আরো বিভিন্ন কেবল সমুদ্রের নিচে স্থাপন করা হয়েছে। আর যার কারণেই বর্তমান সময়ে ফাইবার অপটিক কেবলের বিস্তীর্ণ নেটওয়ার্ক পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার কারণে বর্তমানে যারা টেকনোলজি সম্পর্কে সচেতন তাদের হাই স্পিড ক্যাপাসিটি এবং বাফারলেস ইন্টারনেট দিয়ে এক করে দিয়েছে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশকে। আর বর্তমানে উন্নত বিশ্বের প্রায় সব দেশই পুরনো কপার কেবলের পরিবর্তে বর্তমান ফাইবার অপটিক কেবল ব্যবহার করছেন। আর সে দিক থেকে বর্তমানে আমাদের দেশ ও পিছিয়ে নেই অফিস হোক বা বাসা বাড়িতে সবখানেই এখন সকলে ফাইবার অপটিক কেবল এর মাধ্যমে সংযোগ নেওয়ার চেষ্টা করছে। যেহেতু আমরা টেকনোলজি সম্পর্কিত বিষয়ে আলোচনা করি আজকেও সেই ধারাবাহিকতায় আমি আজ ফাইবার অপটিক কেবল সম্পর্কে কিছু ধারনা দেওয়ার চেষ্টা করব এটা আমরা যারা টেকনোলজি সম্পর্কে পড়াশোনা করছি অথবা যারা ইন্টারনেট ব্যবসা করতে চাচ্ছি অথবা যারা নিজের জ্ঞানকে প্রসারিত করতে চাচ্ছি তারা অবশ্যই সাথে থাকবেন। আমি সকলকে সঠিক তথ্য দিয়ে উপকৃত করার চেষ্টা করব। প্রথমে আলোচনা করার চেষ্টা করব যে,
ফাইবার অপটিক কেবল কিভাবে কাজ করে
ফাইবার অপটিক কেবলের কার্যপ্রণালী অত্যন্ত ইজি আপনি খুব সহজেই বুঝতে পারবেন আমাদের যাদের ফিজিক্স সম্পর্কে ধারণা রয়েছে তারা অবশ্যই total internal reflection সম্বন্ধে শুনেছি যেটাকে বাংলায় পণ্য আভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। আমরা একটু মনে করার চেষ্টা করলে হয়তো খুঁজে পাব prism or rainbow এখানে আলো যখন বেশি ঘনত্বের মাধ্যম থেকে কম ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে সেই সময় আলোর প্রতিশোধন হতে হতে প্রতিফলন হওয়া শুরু হয়ে যায় এটাকেই total internal reflection বা পণ্য অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। এখন আমি ফাইবার অপটিক কেবল সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এর সম্বন্ধে কেন বলছি এর কারণ হলো ফাইবার অপটিক কেবলের মধ্যে মূলত এই কনসেপ্টে ডাটা আদান-প্রদান হয়। ফাইবার অপটিক কে বলে পাঁচটি স্তর থাকে সবথেকে ভিতরে এবং একদম মাঝখানে যেটা থাকে সেটি মূলত গ্লাসের তৈরি আর সেটাকে কোর বলা হয়। আলোক সিগন্যাল মূলত এই কোড দিয়ে প্রতিফলন হতে হতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটা ট্রান্সফার করে থাকে। এর ঠিক ওপরে থাকে clading layer এটা মূলত ব্যবহার করা হয় যাতে কোরভ ভেদ করে আলোক সিগন্যালগুলো বাইরে না বেরিয়ে আসে। লাইটের সিগন্যালগুলো যেন core মধ্যেই থাকে সেটাকেই নিশ্চিত করে মূলত cladding layer আর এর ঠিক উপরে থাকে coating আর এর উপরে থাকে strength এর বাইরে আরেকটা লেয়ার থাকে যেটি অনেক শক্ত হয় সেটাকে বলে outer jacket বাহ্যিক আঘাত সহ যেকোনো কিছু থেকে core কে বাঁচানো।
প্রাক্টিক্যালি ভাবতে গেলে আইএসপি থেকে আমাদের বাসা পর্যন্ত যেই সংযোগটি রয়েছে এর মধ্যে ডাটা তার ফরমেট টা কে দুইবারে চেঞ্জ করবেন ডাটা কে প্রথমত আইএসপি সার্ভার থেকে আলোক সিগনালে কনভার্ট করে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে আপনার বাসায় ট্রান্সফার করা হবে কিন্তু আমাদের বাসায় যে রাউটারটি আমরা ব্যবহার করে থাকি এটা আলোক সিগন্যাল গ্রহণ করতে পারে না রাউটার ইলেকট্রিক সিগন্যাল গ্রহণ করে থাকে এজন্য সমাধান হিসেবে আমরা একটি কনভার্টার ইউজ করি যেটাকে আমরা ONU বা কোন বলে থাকি। ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আলোক সিগন্যাল কে সে ইলেকট্রিক সিগনালে কনভার্ট করে একটি cat6 cable এর মাধ্যমে রাউটারে ইলেকট্রিক সিগনাল পৌঁছে দেয়। সেক্ষেত্রে কেউ কেউ MC বা Media converter ও ব্যবহার করে থাকেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের যারা আইএসপি রয়েছে তারা এ বিষয়টিকে আপডেট করে তারা ইউজার এন্ড এ একটি OLT সার্ভার ব্যবহার করে যে কারণে আমরা সেটার সাথে সামঞ্জস্যতা রেখে বর্তমানে আমরা অনু ব্যবহার করি। এর মাঝখানে আরও কিছু জিনিস আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ olt to onu এর মাঝে স্প্ল্টার, টিজে বক্স ও ফাইবার অপটিক প্যাচ কট ও প্রয়োজন হয়ে থাকে
ফাইবার অপটিক কেবল কেন ব্যবহার করব
প্রথমত আমরা যে কারণে ফাইবার অপটিক কেবল ব্যবহার করব সেটা হল distance coverage এ সম্পর্কে বলতে গেলে প্রথমত আমাদের জানা প্রয়োজন ফাইবারের কয় ধরনের মোড রয়েছে..? ফাইবার অপটিক কেবল দুইটি মোডের হয়ে থাকে। একটি সিঙ্গেল মোড এবং অপরটি হলো মাল্টিমোড। সিঙ্গেল মদের যে ফাইবার গুলো হয়ে থাকে সেটা মূলত একটি আলোক সিগন্যালে অনেক দূর পর্যন্ত ডাটা ট্রান্সফার করে থাকে এবং এটা মাল্টি মোডের ফাইবার গুলোর থেকে পঞ্চাশ গুন দূরত্বে ডাটা ট্রান্সফার করার সক্ষমতা রাখে। অপরদিকে মাল্টিমোডের ফাইবারগুলো অনেকগুলো আলেক সিগনালকে একসঙ্গে বয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে এবং এটাকে মূলত শর্ট ডিসটেন্সে ব্যবহার করা হয়। আমরা সাধারণত আমাদের বাসা বাড়ি অফিস এগুলোতে মাল্টিমোডের ফাইবারগুলোই ব্যবহার করে থাকি আর এটি ৩ জিবিপিএস স্প্রিডে ৬০০ মিটার অর্থাৎ ২০০০ ফিটের মধ্যে এফেক্টিভলি ডাটা ট্রান্সফার করতে সক্ষমতা রাখে।