ISP-আইএসপি কি

Internet-ইন্টারনেট

আমরা সকলেই এটা জানি যে মানুষের মৌলিক চাহিদা পাঁচটি অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা কিন্তু বর্তমানে মানুষের মৌলিক চাহিদা শুধুমাত্র এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নাই যেহেতু বর্তমান সময়টা ডিজিটাল আর সে কারণে আমাদের চাহিদাগুলো কিছুটা আপডেট হয়েছে বর্তমানে এ সকল বিষয়গুলোর সাথে আরেকটি বিষয় ইন্টারনেট যেটি আমরা বলতেই পারি এখন একটি মানুষের মৌলিক চাহিদার ভিতরেই সীমাবদ্ধ। কারণ বর্তমানে ইন্টারনেট ছাড়া আমাদের প্রায় সকল কাজই অত্যন্ত দুর্বিষহ এবং প্রায় অকেজ হয়ে পড়ে। যা আমরা বিগত কিছু দিনে বর্তমান বাংলাদেশে ইন্টারনেট অফ থাকা অবস্থায় খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। গত কয়েকদিনে বাংলাদেশে ইন্টারনেট অফ থাকার কারণে আমাদের সকল বিষয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতে হয়েছে যার ফলাফল এখন পর্যন্ত আমরা ভোগ করতেছি। বর্তমানে আমরা প্রায় সকলেই ইন্টারনেট ব্যবহার করি কেউবা মোবাইল ইন্টারনেট অর্থাৎ সেলুলার ডাটা ব্যবহার করে থাকি আবার কেউ ব্রডব্যাঙ্ক কানেকশন ব্যবহার করে থাকি।

আমরা যারা সিমলার ডাটা ইউজ করে থাকি তারা সেটাকে যে কোম্পানির ডাটা ইউজ করি আমরা সেই নামে দেখে থাকি কিন্তু আমরা যারা ওয়াইফাই ইউজ করে থাকি তারা সেটাকে ওয়াইফাই, ব্রডব্যান্ড, ইন্টারনেট লাইন, আইএসপি ইত্যাদি নামে ডেকে থাকি। মূলত এটার নাম হলো আই এস পি যার অর্থ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমরা জানি আর না জানি আমরা সকলেই বিভিন্ন কোম্পানি বা আইএসপি এর সংযোগ ব্যবহার করে থাকি অনেক সময় আমাদের বিভিন্ন কারণে প্রয়োজন হয়ে থাকে আমাদের ব্যবহৃত কোম্পানি এর নাম জানার তখন আমরা কি করতে পারি তখন আমরা মূলত দুইটি পদ্ধতিতে জানতে পারবো আমাদের ব্যবহৃত কোম্পানিটির নাম কি একটি পদ্ধতি হলো আমরা যার মাধ্যমে সংযোগ গ্রহণ করেছি তাকে ফোন করার মাধ্যমে তাকে ফোন করে জিজ্ঞাসা করলে সে আমাদেরকে উক্ত কোম্পানির নাম বলে দিবে। কিন্তু অনেক সময় এরকম হয় যারা সংযোগ প্রদান করে থাকে তারা লোকাল হওয়ার কারণে মূল ব্যান্ডউইথদাতা কোম্পানির নাম তাদের অজানাই থাকে। তাই আমরা ইচ্ছা করলে আরেকটি পদ্ধতিতে আমাদের হাতে থাকা স্মার্টফোন অথবা আমাদের ইসমাইল ডিভাইস গুলো দিয়ে ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ব্যবহৃত কোম্পানিটির নাম জানতে পারি। জানতে হলে আমাদেরকে যা করতে হবে প্রথমত আমাদের একটি ব্রাউজার অন করে তার সার্চবারে লিখতে হবে
what is my Ip লিখে ইন্টার করলেই

আমরা এই পেজটি পাব

উক্ত পেজের প্রথম লিংকে ইন্টার করলে আমরা দেখতে পাবো আমাদের আইপি এড্রেস এবং আমাদের কোম্পানির নাম

এছাড়াও আমরা যদি what is my ISP লিখে ইন্টার করি

তাহলে ফাস্ট যে লিংকটি আসবে সেটাতে ইন্টার করলে আমাদের ব্যবহৃত কোম্পানিটির নাম জানতে পারব

ISP কিভাবে আমাদের সবকিছু দেখে

আমরা কিভাবে আইএসপি এর নাম জানতে হয় সেটার বিষয়ে জেনেছি কিন্তু আমাদের আইএসপিরা আমাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখতে পারবে এবং তারা সর্বোচ্চ কতটুকু আমাদের বিষয়ে জানতে পারবে সে সম্পর্কে যদি বলি তাহলে একজন আইএসপি ইচ্ছা করলে আমি কোথায় থেকে একসেপ্ট করতেছি অর্থাৎ কোথায় থেকে ইন্টারনেট ইউজ করছি সেটা অবশ্যই জানতে পারবে যদি আমি তার সংযোগ ব্যবহার করে ইন্টারনেটে সংযুক্ত থাকি এছাড়াও একজন আইএসপি চাইলে আমি কি কি ব্রাউজ করতেছি এবং কোন কোন সাইটে প্রবেশ করছি এ সকল বিষয়ই সে মনিটর করতে পারে এছাড়াও একজন আইএসপি যদি চাই তাহলে আমি এক ওয়েবসাইটে প্রবেশের পরিবর্তে অন্য ওয়েবসাইটে অর্থাৎ যদি আমি facebook.com লিখে সার্চ করি তাহলে আমি youtube.com এ প্রবেশ করব এমনটাও যদি আমাদের আইসপিরা চেয়ে থাকে তাহলে সেটাও সম্ভব। এছাড়াও তারা চাইলেই আমাদের ব্যবহারকে লক করে দিতে পারে তারা যদি চাই আমি কোন একটি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো না তাহলে তারা সেটা করতে পারে।

আর তারা এটা করে থাকে মূলত DNS সার্ভার এর মাধ্যমে। এখন আমাদের অনেকের মাথায় এই প্রশ্ন আসতে পারে যে DNS কি ডি এন এস সার্ভার হল একটি ডোমেন নেম সিস্টেম সার্ভার যার মাধ্যমে আমরা যখন আমাদের ব্যবহৃত ডিভাইসে একটি ডোমেন নেম টাইপ করি তখন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি ওপেন হয়ে থাকে আর উক্ত সময়ে আমাদের ডিএনএর সার্ভার আইপি এড্রেসের থ্রুতে আমাদের ডোমেন নেম গুলো লিখে রাখে যার মাধ্যমে আপনি আমি একটি ডোমের নাম লিখলে তার আইপি এর সাহায্যে সেই ডোমেনের ফাইলগুলো অর্থাৎ ওয়েবসাইট গুলো আমাদের সামনে প্রদর্শন করে। যেমনিভাবে আমরা আমাদের ফোনবুকে কারো নাম্বার সেভ করার সময় তার নাম দিয়ে সেভ করি ঠিক তেমনিভাবে ডিএনএ’র সার্ভার আমাদের সকল ওয়েবসাইটগুলোর আইপি এড্রেস ওয়েবসাইট নেম দিয়ে সেভ করে রাখে। তাই আমরা যখন কারো নাম্বারে কল দিতে হলে তার নাম্বারটা ফোন বুক থেকে সার্চ না করে তার নামটা সার্চ করি ঠিক তেমনি ভাবে যখন আমরা কোন ওয়েবসাইটে প্রবেশ করতে যাই তখন তার আইপি এড্রেস যেহেতু আমাদের মনে রাখা সম্ভব না তাই আমরা তার ডোমেন নেম লিখে সার্চ করি কিন্তু আইপি এড্রেস যেহেতু ডোমেন নেম এর সাথে সংযুক্ত তাই আমরা ডোমের নাম সার্চ করলেও উক্ত আইপি অ্যাড্রেসের ওয়েবসাইটে প্রবেশ করতে পারি আর এই সকল কাজগুলোকে আমাদের জন্য সহজ উপায়ে করে দিয়ে থাকে ডিএনএস সার্ভার। আশা করি আইএসপি আমাদের কি কি তথ্য জানতে পারে সে সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *