ইন্টারনেট ঠিকানা বা আইপি অ্যাড্রেস

Internet-ইন্টারনেট

প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত মানুষের সভ্যতার এতটাই বিকাশ ঘটেছে যে পূর্বে মানুষ খাওয়া পোশাক পরিধান যোগাযোগ ইত্যাদি সকল ক্ষেত্রেই বিকল্প পদ্ধতি ব্যবহার করত কিন্তু বর্তমানে মানুষের সভ্যতার এতটাই বিকাশ ঘটেছে যে মানুষ অন্য সকল ক্ষেত্রে তো রয়েছেই কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটু বেশি অগ্রগতিশীল মানুষ পূর্বে যোগাযোগের জন্য প্রাচীনকালে পাখির ব্যবহার বা ইত্যাদি জীবের ব্যবহার করত এরপরে আরো কিছুটা সভ্যতার দিকে প্রত্যাবর্তন করার পর মানুষ যোগাযোগের জন্য অপর ব্যক্তি এর সাহায্য নিয়ে তার মাধ্যমে চিঠি প্রেরণ করত যেটা ডাক বা পোস্ট সেবা নামে পরিচিত কিন্তু আরো কিছুটা সভ্যতার যুগে মানুষ প্রত্যাবর্তন করার পরে বর্তমান সময়ে মানুষের যোগাযোগের একটি বড় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তেই খবর প্রেরণ করা যায় যেখানে পূর্বে কোন একটি চিঠি বা সংবাদ পৌঁছানোর জন্য মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করতে হতো কিন্তু এখন মুহূর্তের মধ্যে মানুষ তার নিজ স্থানে সচল থেকেই তার সকল তথ্য বা ডেটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রেরণ করতে পারে। আর এই সকল কিছুই করে থাকে ইন্টারনেট এর মাধ্যমে।

ইন্টারনেট এমন একটি মাধ্যম যা আমাদের জীবনকে অতি সহজ করে দিয়েছে। তবে এই ইন্টারনেট তার স্বতন্ত্র কিছু পদ্ধতিতে পরিচালিত হয়। যেমনিভাবে উদাহরণস্বরূপ আমার এক নিকটতম বন্ধু যদি বিদেশের মাটিতে থাকে তাহলে আমি তার সাথে যোগাযোগ করার জন্য যদি অফলাইন কল দিই ফোনের মাধ্যমে তাহলে অবশ্যই তার নাম্বারটা আমি ডায়াল করি যদি আমার এই যোগাযোগের মাধ্যম ঠিক থাকে এবং তার নাম্বারটি সঠিক থাকে তাহলে অবশ্যই তার কাছেই আমাদের বার্তা বা যোগাযোগ পৌঁছে যায়। এমনই ভাবে ইন্টারনেটে আমরা যখন কোন ডাটা প্রেরণ করি তখন সেটি তার নিজস্ব মাধ্যম আইপি এড্রেস এর মাধ্যমে পৌঁছায় কারণ একটি ফোন যখন আমরা করি তখন তার নাম্বারে ডায়াল করার কারণে সে ব্যক্তিকে আমরা হাজারো ব্যক্তির মাঝে খুঁজে পাই ঠিক তেমনি ভাবে একটি ডাটা আমি যদি ইন্টারনেটের মাধ্যমে অপর একজনকে প্রেরণ করতে চাই তাহলে হাজারো ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তাকে নির্দিষ্ট করার জন্য তার আইপি এড্রেস এর মাধ্যমে তাকে আমরা সনাক্ত করতে পারি। আর সেজন্যই মূলত আইপি এড্রেস এর ব্যবহার হয়ে থাকে।

আইপি এড্রেস কি

আমরা যেহেতু বর্তমানে প্রায় সকলেই ইন্টারনেট ব্যবহার করে থাকি তাই ইন্টারনেট বা আইপি এড্রেস এ কথাগুলো আমরা সচরাচর সর্বদাই শুনে থাকি কিন্তু অনেকে হয়তো জানি না যে আইপি এড্রেস কি বা এটি কিভাবে কাজ করে যে কারণে এ সকল বিষয় নিয়ে যারা জানতে আগ্রহী তারা ব্যতীত কিছু মানুষ এমন আছে যারা ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ইন্টারনেট সম্পর্কে জানেনা অবশ্যই যখন আমরা ইন্টারনেট ব্যবহার করছি ইন্টারনেট সম্পর্কে কিছুটা জ্ঞান আমাদের রাখা দরকার তাই আমি আমার নিজের জ্ঞানকে বিকাশ করতে ও যারা এ বিষয়ে জানতে আগ্রহী তাদের এই ইচ্ছাটিকে পূরণ করতে আজকের এই আর্টিকেলটি লেখার চেষ্টা করছি। আইপি এড্রেস কি…? যেমনি ভাবে আমাদের প্রত্যেকের একটি নাম একটি পরিচয় থাকে ঠিক তেমনি ভাবে ইন্টারনেট এর সাথে যুক্ত প্রত্যেকটি ব্যক্তি বা ওয়েবসাইট এর জন্য একটি নির্দিষ্ট ঠিকানা বা নাম থাকে। যেটাকে ইন্টারনেটের ভাষায় নামের ক্ষেত্রে আমরা ডোমেইন বলে থাকি (ডোমেন কি) এবং ঠিকানা এর ক্ষেত্রে আইপি এড্রেস বলে থাকি। ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটি কম্পিউটার বা ডিভাইসের নির্দিষ্ট পৃথক পৃথক ঠিকানা বা আইপি অ্যাড্রেস থাকে যার কারণে আমরা সে নির্দিষ্ট ব্যক্তি বা ওয়েবসাইটকে শনাক্ত করতে সক্ষম হয়।

আইপি এড্রেস এর কাজ কি

সহজ ভাষায় বলতে গেলে কোন ব্যক্তির সম্পর্কে জানতে বা তার সাথে যোগাযোগ করতে তার ঠিকানা অবশ্যই প্রয়োজন তাই কোন ব্যক্তির সম্পর্কে জানতে সর্বপ্রথম আমরা তার ঠিকানা সংগ্রহ করি, এটি মূলত আমাদের অফ লাইন জীবনের নিয়ম কিন্তু যেহেতু বর্তমানে সারা বিশ্বে ইন্টারনেট ইউজারের সংখ্যা প্রায় ৫৩০ কোটি বা বিশ্বের প্রায় ৬৬ শতাংশ মানুষই ইন্টারনেট ব্যবহার করছে তাই আমি যদি নির্দিষ্ট কোন ব্যক্তি বা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাই তাহলে তার ঠিকানা আমার প্রয়োজন তাই আর ইন্টারনেটের ক্ষেত্রে সেই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়ে থাকে। আমরা যখন কোন নির্দিষ্ট ওয়েবসাইট বা কোন ডিভাইসকে এক্সেস করতে চাই তখন আমরা তার আইপি এড্রেস এর মাধ্যমে তাকে সনাক্ত করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় ডেটা এক্সেস করি। উদাহরণস্বরূপ আমরা যখন youtube এ প্রবেশ করি কোন ভিডিও দেখার জন্য তখন সর্বপ্রথম আমরা youtube.com এ যাই এবং সেখানে গিয়ে আমাদের প্রয়োজনীয় তথ্য এক্সেস করে থাকে। আর এটি মূলত হয়ে থাকে youtube এর সার্ভার তার সকল ডেটা যেখানে স্থানান্তর করে রেখেছেন সেখান থেকে হাজারো তথ্যের মাধ্যমে নির্দিষ্ট কোন তথ্যকে এক্সেস করার জন্য তার নির্দিষ্ট আইপি এড্রেস ব্যবহার করে। তাই ইন্টারনেটে নির্দিষ্ট কিছুকে সনাক্ত করাই হচ্ছে আইপি এড্রেস এর কাজ।

আইপি এড্রেস এর বিস্তারিত

আইপি এড্রেস ২ প্রকারের হয়ে থাকে। (১) প্রাইভেট আইপি বা ডেডিকেটেড আইপি এড্রেস। (২) পাবলিক আইপি বা শেয়ার আইপি অ্যাড্রেস। এরমধ্যে আবার ভার্সন রয়েছে আইপি অ্যাড্রেস এর ভার্সন দুইটি যার মধ্যে একটি হলো আইপি এড্রেস ভার্সন ফোর যেটাকে ipv4 বা internet protocol version 4 বলা হয়ে থাকে। এবং দ্বিতীয় টি হল আইপি এড্রেস ভার্সন সিক্স যেটাকে internet protocol version 6 বলা হয়ে থাকে।

Dedicated IP কি..?

ডেডিকেটেড আইপি বলা হয় আপনার নিকটস্থ আইএসপি শুধুমাত্র আপনার জন্যই একটি আইপি এড্রেস নির্দিষ্ট করবে যেটি শুধুমাত্র আপনার একার জন্যই নির্দিষ্ট থাকবে। এবং সেটি হবে একটি static IP (স্ট্যাটিক আইপি) যার একটি ইন্টারন্যাশনাল রেকর্ড নেশন থাকবে এবং এই আইপিটার মাধ্যমেই বিশ্বের যে কোন জায়গা থেকে আপনার অবস্থান সহজেই চিহ্নিত করা যাবে। হ্যাঁ এটি অবশ্যই যে সকল স্ট্যাটিক আই পি -ই ডেডিকেটেড আইপি নয়।

Share IP কি…?

শেয়ার আইপি বলতে বোঝায় যে আইপিটার ইন্টারন্যাশনাল কোন রিকগনেশন থাকবে না এবং যেটি একাধিক জন ব্যবহার করতে পারবে এবং এ আইপি গুলোর ব্যবহারকারীকে বিশ্বের যেকোনো জায়গা থেকে ট্রেস করা অসম্ভব নয় তবে একটু কষ্টসাধ্য বা সহজসাধ্য নয়।

IPV4 কি..?

Ipv4 এর কাজ হল কিছু এড্রেস ডিসট্রিম করা। Ipv4 হল ৩২ বিট বাইনারি নাম্বার।১৯৮৩ সালে ইন্টারনেট প্রটোকলের ক্ষেত্রে internet protocol version 4 তৈরি করা হয়েছিল। যদি বলা যায় যে ipv4 কিভাবে চিনবেন তাহলে ipv4 চেনার একটি বড় মাধ্যম হলো,‌ ipv4 এ খুব অল্প পরিমানে আইপি এড্রেস থাকে। আমরা এখন যে ইন্টারনেট ব্যবহার করে থাকি তা বেশিরভাগ ক্ষেত্রেই ipv4 ই ব্যবহার হয়ে থাকে।

IPV6 কি…?

ইন্টারনেট প্রটোকলের ক্ষেত্রে বর্তমান সময়ের সবথেকে আধুনিক ও নতুন ভার্সন হল ipv6 যা ১৯৫৩ সালে ইন্টারনেট প্রটোকলের জন্য তৈরি করা হয়েছিল যেটি এখন পর্যন্ত সবথেকে আপডেট ইন্টারনেট প্রটোকল। আইপি এর এই নতুন ভার্সনে অসংখ্য আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। এটি ১২৮ বিট আইপি অ্যাড্রেস এ হয়ে থাকে। ipv4 এড্রেস এর ক্ষেত্রে শুধুমাত্র নাম্বারিক সংখ্যা ব্যবহার করা যায় কিন্তু ipv6 এর ক্ষেত্রে আলফাবেট ও নম্বার উভয়কেই ব্যবহার করা হয়। বর্তমান সময়ে আইপিভি সিক্স এই ভার্সন টি ডার্ক নেটে ব্যবহার করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *