ডোমেন হোস্টিং ইন্টারনেট জগতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা ইন্টারনেটে কাজ করি তারা অবশ্যই এগুলো সম্পর্কে জানি কিন্তু আমরা যারা নতুন কাজ করব বলে ভাবছি বা কাজ করার ইচ্ছা পোষণ করছি তাদের অবশ্যই জানা দরকার আসলে ডোমেন কি এবং কাকে বলে। সহজ ভাষায় বলতে গেলে ডোমেন নেম বা ডোমেন হলো একটি ওয়েবসাইটের এড্রেস বা ইউআরএল যার মাধ্যমে ভিজিটর একটি ওয়েবসাইটে ভিজিট করতে পারে। আরো সহজ ভাবে বলতে গেলে মনে করুন এই রাত্রি স্মৃতিটা একটি ইন্টারনেট আর ওয়েবসাইট টা হলো এই রাজশাহী শহরে একটি বাসা এখন স্বাভাবিকভাবে আপনার বাসায় আসতে গেলে একটি স্পেসিফিক এড্রেস লাগবে সেই অ্যাড্রেসটিকেই বলা হয় আপনার বাসার ঠিকানা বা ডোমেন।
প্রত্যেকটা ওয়েবসাইটের একটি ইউনিক আইপি এড্রেস রয়েছে সে আইপি এড্রেসগুলোর কাজই হলো আপনি যখন কোন ব্রাউজারে একটি ডোমেন নেম টাইপ করেন মিনি সেকেন্ডে আইপি এড্রেসগুলো ফুল ইন্টারনেট সার্চ দিয়ে উক্ত আইপি এড্রেস সহ আপনার ফাইলগুলো যেখানে রয়েছে শেখান থেকে আপনার ব্রাউজারে এনে শো করা আর এই ফুল প্রসেসটা হয়ে থাকে লেস দেন মিনি সেকেন্ডে। ডোমেন নেম উদ্ভাবন করার মূল কারণ হচ্ছে আইপি বা ইন্টারনেট প্রটোকল এড্রেস যাতে করে আরো বেশি হিউম্যান ফ্রেন্ডলি এবং সহজ হয় মূলত প্রত্যেকটি আইপি এড্রেস এটি একটি রেনডম নম্বর ইউনিক হয়ে থাকে।
কম্পিউটারের জন্য মনে রাখা কোন ফ্যাক্ট না হলেও মানুষের জন্য মনে রাখা প্রায় অসম্ভব মূলত এই কারণেই ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম এর উদ্ভাবন করা হয়। ডি এন এস প্রত্যেকটি আইপি এড্রেস কে একটি মনে রাখার মত নামে কনভার্ট করে থাকে। যাতে করে যে কেউ সে নামটি ব্রাউজ করতে পারে খুব সহজে এবং সেই ওয়েবসাইটের ফাইলগুলোকে খুব সহজেই এক্সেস করতে পারে। সহজ করে বলতে গেলে ধরুন আপনার কোন ফ্রেন্ড বা রিলেটিভ এর নাম্বার আপনার ফোনে সেভ আছে তাহলে আপনি যদি তাকে ফোন দিতে চান তাহলে বারবার কিন্তু সে নম্বরটি টাইপ করেন না বরং তার নাম টাইপ করে তার নম্বরে কল দিয়ে আপনি বারবার খুব সহজেই যোগাযোগ করতে পারেন ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি ওয়েবসাইটের আইপি এড্রেসগুলো যত ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই সেগুলো মনে রাখা আমাদের পক্ষে প্রায় অসম্ভব তার পরিপ্রেক্ষিতে একটি নাম আমরা খুব সহজেই মনে রাখতে পারি।