ডোমেন এক্সটেনশন কি

Internet-ইন্টারনেট

সহজ ভাষায় বলতে গেলে ডোমেন এক্সটেনশন হলো একটি ডোমেইনের শেষের অংশ যেমন: Ireadinonline.com এখানে ডট কম হচ্ছে এই ডোমেইনের এক্সটেনশন। এখন প্রশ্ন হল আমরা যে বিভিন্ন ডোমেইনের এই এক্সটেনশন গুলো বিভিন্ন রকম দেখে থাকি তাহলে এটা ভিন্ন ভিন্ন রকম হয় কেন এবং এটির প্রয়োজন কি..? এ সকল ডোমেইনের এক্সটেনশন গুলোতো মূলত কখনো কখনো একটি স্পেসিফিক ইন্টারনেট ক্যাটাগরি এবং কান্ট্রি কোড ডিফাইন করা হয়ে থাকে। প্রতিটা ডমে নেমে শেষে যেমন: com.net.org.info.gov.bd.co.uk দেওয়া থাকে এগুলোই হল মূলত ডোমেন এক্সটেনশন। আর এই এক্সটেনশন গুলোর সাহায্যেই আমরা বুঝতে পারি কোনটা কোন ক্যাটাগরির ডোমেন এবং কোনটা কোন কান্ট্রি এর ডোমেন। যেমন: facebook.com এখানে ইউনিক নেম টি হল facebook আর এক্সটেনশনটি হল .com আর এক সঙ্গে ফুল ডমেইন নামটি হল facebook.com আমরা যে সকল ডোমেন্ডগুলো দেখে থাকি এরকম হাজারো ডোমেন ইন্টারনেটে রয়েছে এর মধ্যে কিছু ডোমেন এমন আছে যেগুলো টপ লেভেল ডোমেন বলা হয়ে থাকে এবং কিছু ডোমেন এমন আছে যেগুলো ফুল ওয়ার্ল্ডে অত্যন্ত পপুলার এবং হাইলি ট্রাস্টেড এবং এমনও কিছু ডোমেণ আছে যেগুলো একদমই ট্রাস্টের নয় এবং ইস্কেমিং।

তবে এ পর্যন্ত সব থেকে বেশি ব্যবহৃত এবং হাইলি ট্রাস্ট এর ডোমেন হচ্ছে .com এরপর .net তবে এই ডকুমেন্টগুলো যেভাবে ব্যবহার করা হয়ে থাকে:-
.com stand for commercial purpose!
.not Net stand for network or software purpose!
.org stand for organised purpose!
.info stand for information purpose!
.edu stand for educational purpose!
এভাবে প্রত্যেকটি ডোমেন এক্সটেনশনের ভিন্ন ভিন্ন প্রয়োজন এবং পার্থক্য রয়েছে। আশা করি এক্সটেনশন সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *