আমরা যারা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি তারা অবশ্যই ডোমেন সম্পর্কে অবগত আছি ডোমেনের ওই একটি পার্ট হচ্ছে সাবডোমেন বাংলা ভাষায় বলতে গেলে মূলত সাবডোমেন হলো একটি মেইন ডোমেনের এডিশনাল পার্ট যার মধ্যে একটি ওয়েবসাইটকে বিভিন্ন ক্যাটাগরিতে অর্গানাইজ করে different আরেকটি ওয়েবসাইটে তৈরি করতে পারবেন এবং একটি মেইনডোমেন থেকে মাল্টিপল সাবডোমেন তৈরি করা যায়। যেমন google যেহেতু আমরা সকলেই ব্যবহার করি গুগলের আরো যে সমস্ত সার্ভিস গুলো আছে যেমন আপনি যদি google এরই একটি সার্ভিস গুগল ট্রান্সলেট আমরা যেটাকে বলে থাকি সেটির ইউআরএল যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন translate.google.com লেখা আছে এখানে google.com হচ্ছে মেইন ডোমেন আর translate এটি হচ্ছে google.com এর একটি সাম কমেন্ট পার্ট এখানে ফুল সাব ডোমেটি হল translate.google.com এভাবে mail.google.com যেটিকে আমরা জিমেইল বলে চিনি সেটি আসলে গুগলেরই একটি সাবডোমেন এছাড়াও গুগলের আরও সাবডোমেন রয়েছে যেমন:
translate.google.com
fonts.google.com
drive.google.com
docs.google.com
classroom.google.com
Earth.google.com
এর থেকে বুঝতে পারি যে এগুলোর সময় হল গুগলের বিভিন্ন সার্ভিস। এগুলোই সাপডোমেনের রিয়েল লাইভ উদাহরণ কিন্তু আমরা একটু লক্ষ্য করলে পাবো যে এদের প্যারেন্ট বা মেইন ডোমেইন কিন্তু google.com
আশা করি এ সম্পর্কে আমি আপনাদেরকে সঠিক ধারণা দিতে পেরেছি।
