আমরা যারা নতুন নতুন অনলাইনে কাজ শুরু করতে যায় এর মধ্যে 90% ই আমরা প্রথমত যে ভুলটা করি ডোমেন সম্পর্কে কোন কিছু না জেনেই কোন কিছু না ভেবেই কোথায় কম রেটে বা কোথায় ফ্রি ডোমে পাওয়া যাচ্ছে সেটা দেখি এবং এমনও হয় যে ইউটিউব ফেসবুকে বিভিন্ন রকম ইস্কামিং এড দেখে যেকোনো ননটাস্টেড জায়গা থেকে ডোমের নাম পারচেস করে থাকে। আসলে না জানার কারণে মূলত প্রথমেই একটি ভুল করে বসে এটা একদমই ঠিক নয়। কারণ একটি ফ্ল্যাট বা বাসা এর আইডেন্টিটি কাগজপত্র আপনার কাছে যেমন জরুরী তেমনি ভাবে আপনার ডিজিটাল আইডেন্টিটি হিসেবে একটি ডোমেইন কাজ করে থাকে যখন আপনি আপনার বাসার জমির দলিল বা এ জাতীয় কাগজপত্র গুলো কাউকে দেন না তেমনি ভাবে যখন আপনি নন ট্রাস্ট এর জায়গা থেকে ডোমেইন পারচেজ করেন তখন আপনার অনলাইন আইডেন্টিটির সকল এক্সসেস তারা রেখে দেয়।
একটি কথা আমাদের জানা উচিত যে বাংলাদেশের যত ডোমেন- হোস্টিং সেলার আছে। তাদের কারো কাছে ডোমেন রেজিস্ট্রেশন করার মত কোন অ্যাক্সেস নেই তারা সকলেই দেশের বাইরের যে সকল কোম্পানি আছে সেগুলোর কাছ থেকে অনেক লো প্রাইজে ডোমেন নেম পারচেজ করে আমাদের কাছে সেটা অধিক দামে সেল করে। এ সকল জায়গা থেকে ডোমেন কেনার পর ম্যাক্সিমাম কোম্পানি ডোমেনের কোন এক্সেস প্যানেল দেয় না যার কারণে ভবিষ্যতে আপনার এই ডোমেইন টি অন্য কোন জায়গায় ট্রান্সফার করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হন। এছাড়াও এমনও আছে যে যখন আপনার ওয়েবসাইটটি একটু পপুলার হয়ে যায় তখন ওই সকল ডোমেইন সেলাররা ওয়েবসাইটের owner কে ব্ল্যাকমেইল করে। এটা মনে রাখবেন যে ইন্টারনেটে একটি ডোমেইন একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যতদিন না পর্যন্ত তার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হচ্ছে কেউ তার এক্সেস নিতে পারে না।
এজন্য ডোমেন কেনার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন লোকাল সেলারদের কাছে থেকে না নিয়ে একটু এ বিষয়ে গবেষণা করে নেওয়ার জন্য। আপনি সকল ওয়েব ডেভেলপার এবং অনলাইন ওয়ার্কার দের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারবেন ওয়ার্ল্ডে সবথেকে নির্ভরযোগ্য ডোমেন সেলিং প্রতিষ্ঠান হল Godaddy and namecheap এ সকল জায়গা থেকে ডোমেইন ভারসেস করলে অবশ্যই আপনাকে ডমিনের ফুল কন্ট্রোল প্যানেল দিবে। এছাড়াও আমরা যারা নিউ আছি আমাদের সকলের কাছে প্রথমত মাস্টার কার্ড থাকে না এজন্য আমরা বাংলাদেশি একটা প্রতিষ্ঠান gotmyhost , থেকে ডোমেইনমেন্ট পারচেজ করে দেখতে পারেন আমি প্রথমত তাদের কাছ থেকে নিয়েছিলাম আমি এখনো তাদের ডরমেন্ট এন্ড হোস্টিং ব্যবহার করি আলহামদুলিল্লাহ তারা ডোমেনের সাথে ফুল কন্ট্রোল প্যানেল দেয়। আশা করি ডোমেইন এর বিষয়ে সকল কনফিউশন দূর করতে পেরেছি।