কম্পিউটার বর্তমান আমাদের জীবনে কম্পিউটার একটি অন্যতম বস্তু যেটি আমাদের সকল কাজকে অত্যন্ত সহজ এবং দ্রুততার সাথে করার সহযোগী বর্তমানে আমরা কম্পিউটারের মাধ্যমে সকল বিষয়ে কাজ করতে পারি হতে পারে সেটা পার্সোনাল কোন বিষয় হতে পারে কোন সামাজিক কোন অর্থনৈতিক সকল প্রয়োজনে আমরা কম্পিউটারের সাহায্য নিয়ে থাকি কম্পিউটারের অনেক ধরণ রয়েছে এর মধ্যে কিছু ধরন এমন যেটি আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি যেমন মোবাইল ইত্যাদি মোবাইল ফোন এটিও একটি কম্পিউটার যেটা সকলের সুবিধার্থে অতি সহজে যেন আমরা ব্যবহার করতে পারি তাই ইউজার ফ্রেন্ডলি হিসেবে বানানো হয়েছে। কিন্তু বর্তমানে আমরা আসলে যেটাকে কম্পিউটার মনে করি সেটি হল আমাদের ডেক্সটপ বা ল্যাপটপ যদিও এগুলো আমরা সকলেই ব্যবহার করতে পারি না তবে এরই আংশিক অনেক কিছুই আমরা ব্যবহার করে থাকি যেমন স্মার্টফোন, স্মার্ট টেলিভিশন।
তাই আজ আমরা জানবো কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটার কি..? কম্পিউটার এমন একটি ইলেকট্রিক যন্ত্র ইলেকট্রিক কথাটা আসা মানে এর মধ্যে আরও ছোট ছোট অনেক যন্ত্রাংশ যেমন সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপ ইত্যাদি ছোট ছোট অনেক যন্ত্রাংশ এর সংযুক্তি বা কোন নির্দিষ্ট যন্ত্রকে বোঝানো হবে। আর কম্পিউটারের মধ্যে এরকম অনেক ছোট ছোট যন্ত্রাংশ সংযুক্ত হয়ে একটি কম্পিউটার গঠন হয়। তাহলে কম্পিউটার এমন একটি যন্ত্র যেটা বিদ্যুতের মাধ্যমে ব্যবহার হয়। এবং কম্পিউটার একটি ইলেকট্রিক যন্ত্র যেটা তার মেমোরিতে সংরক্ষিত থাকা নির্দেশের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ থেকে আমরা বুঝতে পারি কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধিমত্তা নাই প্রোগ্রামাররা যা প্রোগ্রামিং করে দেন কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে থাকে। যেমনিভাবে আমরা একটি নতুন কম্পিউটার মার্কেট থেকে নিয়ে আসলে সেটার মধ্যে কোন নির্দেশনা থাকে না। যখন আমরা একটি কম্পিউটার ক্রয় করি তখন বিভিন্ন নির্দেশনা কে আমরা তার মধ্যে সংযুক্ত করি সেটা হতে পারে Windows বা Lenax এরপর আমাদের প্রয়োজন অনুসারে আরো কিছু নির্দেশনা আমরা দিয়ে থাকি যেগুলোকে আমরা সফটওয়্যার বলি।
আর মোবাইলের ক্ষেত্রে এটা কিছুটা ব্যতিক্রম কারণ মোবাইল কে ইউজার ফ্রেন্ডলি বানাইতে গিয়ে অনেকগুলো এরকম সিস্টেম আগে থেকেই ইন্সটল করা থাকে যাতে করে সকলের জন্য সহজ হয়। কম্পিউটার যা ডাটা সংরক্ষণ করে এবং ডাটাকে সুনির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করে ফলাফল তৈরি করে ও ভবিষ্যতে এ ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে। অর্থাৎ আমরা বিভিন্ন বিষয়ে যেই তথ্যগুলো যে ডাটা গুলো সংরক্ষণ করতে চাই কম্পিউটার সেগুলোকে আমাদের নির্দেশে সংরক্ষণ করে। এবং সেই সংরক্ষিত ডাটা গুলোকে আমাদের নির্দেশেই বিভিন্ন জায়গায় প্রয়োগ করে এবং ভবিষ্যতের জন্য কম্পিউটারের নিজস্ব স্টোরেজে ইউজারের কমান্ড অনুযায়ী সংরক্ষণ করে। আমরা কম্পিউটারের বহির্ভূত অংশে যেই পার্টসগুলো দেখে থাকি সেটি হল মনিটর, মাউস, কিবোর্ড, সিপিইউ, এই প্রত্যেকটি পার্সের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে।
কম্পিউটার এবং ল্যাপটপ একই শুধুমাত্র কম্পিউটারে কিছু পার্টস বড় থাকে এবং ল্যাপটপের মধ্যে কিছু পার্টস ছোট থাকে যা ল্যাপটপের ভিতরে সংযুক্ত থাকে। তাহলে কম্পিউটার কিভাবে কাজ করে..? কম্পিউটার মূলত ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট নেই, এরপর কম্পিউটার তার নিজস্ব উপায়ে ইনপুটকৃত ডাটা কে প্রসেস করে, এরপর কম্পিউটার ইউজারের কমান্ড অনুযায়ী আউটপুট এবং স্টোরেজ করে অর্থাৎ ইউজার কম্পিউটারকে যদি আউটপুট অর্ডার দেয় তাহলে সেটাকে সে আউট পুট দেয় এবং যদি ইউজার স্টোরিস করার জন্য কমান্ড দেয় তাহলে সেটাকে সে স্টোরেজ করে। একটি বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত সেটি হল কম্পিউটার ইনপুটকৃত ডাটা কে প্রসেস করে কখনো প্রসেসিং আগে করে না কেননা প্রসেসিং এর জন্য ডাটা প্রয়োজন। যেমন ভাবে ক্যালকুলেটরে আমরা কোন সংখ্যা লিখে প্লাস মাইনাস এর ব্যবহার করলে তখন তার যে আউটপুট সেটা সে প্রসেসিং করে আমাদের সামনে শো করে ঠিক তেমনি ভাবে কম্পিউটারে যখন আমরা কোন বিষয়ে ইনপুট দিই তারপর সেটাকে সে প্রসেস করে ইউজারের কমান্ড অনুযায়ী আউটপুট ও স্টোরেজ করে থাকে।