আমরা যারা ইন্টারনেট বিজনেস করবো বলে ভাবছি বা এ সম্পর্কে ধারণা রাখতে চাই আজকের আর্টিকেলটি তাদের জন্যই মূলত লেখা ইন্টারনেট বিজনেস করার জন্য আমরা যারা প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট বিজনেস করতে চাই বা কোন আইএসপি এর কাছ থেকে রিসেলার হিসেবে ইন্টারনেট বিজনেস করতে চাচ্ছি তাদের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিসগুলো রয়েছে এর মধ্যে ওয়েলটি প্রথম নাম্বারে ওয়েলটি যার ফুল ফর্ম হলো optical line terminal এটাকে কিছু কিছু লোকাল আইস স্পিগণ ইন্টারনেট ট্রান্সমিটার ও বলে থাকেন এ সম্পর্কে কিছু ধারনা আমি পূর্বে একটি আর্টিকেলে দেওয়ার চেষ্টা করেছি আজকে তার বাকি অংশটুকু লেখার চেষ্টা করছি তাই আপনার এই তথ্য কে বা আপনার জ্ঞানকে সম্পূর্ণ করার জন্য পূর্বের আর্টিকেলটি পড়ে আসলে আপনি খুব সহজেই আজকের বিষয়গুলো বুঝবেন বলে আশা করছি।
আজ আমরা প্রথমত যে বিষয়টি আলোচনা করব সেটি হল একটি ইন্টারনেট বিজনেস দাঁড় করাতে গেলে ফার্স্টে যেহেতু আমাদের ওয়েলটি এর দরকার পড়ে তাই আমরা আজ তার দামের বিষয়টি প্রথমে জানার চেষ্টা করব এছাড়াও ওয়েলটি কত ধরনের হয়ে থাকে এবং বাংলাদেশে কত রকম ওইটি পাওয়া যায় এবং কোনটা কোন জায়গায় ব্যবহার হয় সে সম্পর্কে পূর্বে পোস্টে আলোচনা করা হয়েছে। বর্তমানে বাসা অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করার জন্য মূলত আমাদের আইএসপি গণ ওয়েলটি এর ব্যবহার করে থাকে। বাংলাদেশে ওয়েলটি এর দাম ব্যান্ডউইথ ও তার পোর্ট সংখ্যা এবং কোন ধরনের নেটওয়ার্ক এ ব্যবহার হবে এর ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে। এবং এটি সর্বনিম্ন ৪০০০০ টাকা থেকে শুরু হয়ে থাকে। ছাড়াও উচ্চগতির ব্যান্ডউইথ সম্পন্ন বেশি পোর্ট সংখ্যা নেটওয়ার্ক ব্যবহৃত এলটির দাম ৭০ হাজার থেকে ৮০ হাজার এবং এটা সর্বোচ্চ ২ লক্ষ প্লাস ও হয়ে থাকে।
ওয়েলটি কেনার পূর্বে আমাদের কি কি বিষয় দেখা জরুরী
গ্রাহকদের উচ্চগতির ইন্টারনেট এবং নিরবিচ্ছিন্ন সার্ভিস প্রদানের জন্য আমাদের ওয়েলটি কেনার পূর্বে এ বিষয়গুলো অবশ্যই জেনে নেওয়া উচিত।
প্রথমত যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখা উচিত সেটি হল আমরা যেই আইজি বা আইসপি থেকে সংযোগ গ্রহণ করব সেই নেটওয়ার্কের অবকাঠামোর সাথে অয়েলটি ডিভাইসটি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযোগ প্রদানের পর তার সাথে সামঞ্জস্য হবে কিনা।
দ্বিতীয়তঃ আমাদের গ্রাহক সংখ্যা এবং আমাদের আয়তন সংখ্যা এবং ব্যান্ডউইথের পরিমাণ অনুযায়ী আমাদের কি পরিমান সাপোর্ট দরকার সেটা যাচাই করে এরপর প্রয়োজন অনুসারে সক্ষমতা অনুযায়ী ওয়েলটি কেনার জন্য নির্ধারণ করা।
তৃতীয়তঃ ওয়েলটি ডিভাইস কেনার পরে সেটি নির্ভরযোগ্য সার্ভিস এবং তার পাশাপাশি কমন লেটেন সি এবং স্মুথ পারফরম্যান্স দিবে কিনা সে সম্পর্কে যথাযথ তথ্য গ্রহণ করা।
চতুর্থ: দূরবর্তী ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের সক্ষমতা সংযুক্ত রয়েছে কিনা সেটি যাচাই করে নেওয়া।
পঞ্চম: অনুমতিহীন এক্সেস এবং বাহ্যিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য ওয়েলটি ডিভাইসে তার নিজস্ব নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে কিনা সে বিষয়ে যথাযথ তথ্য গ্রহণ করা এবং সে অনুযায়ী যাচাই-বাছাই করে এরপর অয়েলটি ক্রয় করা।
সর্বশেষ বাংলাদেশের বর্তমান বাজার দর হিসেবে কিছু এলটি এর দাম উল্লেখ করা হলো এবং এই তথ্যটি পোস্ট করার সাত মাস পূর্বের বাজার দর উল্লেখ করা হলো।
ওএলটি অপটিকাল কনভার্টার মডেল এবং বাংলাদেশে দাম
BDCOM P3600-04-2AC 4-Port 10G EPON OLT ——————- ৫১,৫০০
BDCOM P3310D-2AC 4-Port EPON OLT —————————– ৪৬,৫০০
Solitine SOL-3008 8-Port EPON OLT ———————————– ৮৫,০০০
BDCOM P3310C Series 4 PON Port Rack – Mounted OLT — ৪৫,৫০০
Gepon CGE4M 4-Port Mini Rack Mount OLT ———————– ৩৩,৫০০
Core-Link Gepon 4-Port OLT ———————————————— ৩৬,০০০
V-SOL V1600D4-DP 8-Port EPON OLT ——————————— ৮১,৯৯৯
V-SOL V1600D8 8-Port GPON OLT ————————————– ১১৮,৯৯৯
Bdcom EPON Module for OLT 20+++ ———————————- ২,৬৫০