OLT কি এবং এর কাজ কি

Internet-ইন্টারনেট

বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই ইন্টারনেট ব্যবহার করি কিন্তু আমরা হয়তো জানি না যে আমাদেরকে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে তারা কি কি ডিভাইস ব্যবহার করে থাকে যদিও এটা আমাদের সাধারণ কাস্টমারদের জানার কথাও না তবে এ বিষয়টি সম্পর্কে যদি আমার আপনার ন্যূনতম জ্ঞান থাকে তাহলেই বা ক্ষতি কি। এছাড়াও আমরা যারা ইন্টারনেট বিজনেস করতে চাচ্ছি অথবা ইন্টারনেট বিজনেস করার উদ্দেশ্যে ইনভেস্ট করেছি কিন্তু এই বিষয়গুলো এখনো বিস্তারিতভাবে বুঝিনা তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত সহযোগী হবে বলে আশা করছি। দীর্ঘদিনের ইন্টারনেট বিজনেস এবং এ সম্পর্কে রিসার্চ করার পরে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু আমিও যেহেতু মানুষ এ কারণে কোন বিষয়ে কোন ভুল তথ্য বা আমার এই ছোট্ট আর্টিকেলের মধ্যে কোন অংশ ভুল মনে হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

প্রথমে আলোচনা করা যাক ওয়েলটি কি…..? ওয়েলটি ওই সার্ভার টাকে বলে যেটা ফাইবার টু দ্যা হোম কানেকশন অর্থাৎ FTTH কানেকশন ব্যবহার করে থাকি তাদের বাসা পর্যন্ত এই ইন্টারনেট পৌঁছাতে গেলে অনেকগুলো সার্ভার পার করে এরপরে আমাদের বাসার রাউটার এবং অনুতে আমরা সংযোগ পেয়ে থাকি। কিন্তু আমাদের Onu এর পূর্বে অর্থাৎ আমরা যদি সর্বশেষ প্রান্ত হই তাহলে আমাদের পূর্বের যেই অংশ বা যেই সার্ভারটা থাকে সেটাই হলো OLT যেটা আমাদের যারা লোকাল আইসপি থাকে বা আমরা যেই ISP এর কাছে থেকেই সংযোগ নিয়ে থাকি তারা ব্যবহার করে। আর আমরা যেই আইএসপি এর সংযোগ ব্যবহার করে থাকি না কেন তার যেটা সর্বশেষ সার্ভার থাকে সেটাই মূলত ওএলটি OLT এর ফুল ফর্ম হল optical line terminal এছাড়াও যারা লোকাল আইএসপি বা ISP থাকে তারা এটাকে কেউ কেউ ইন্টারনেট ট্রান্সমিটার ও বলে থাকেন। OLT মূলত ফাইবার টু দা হোম অর্থাৎ ফাইবার অপটিক্যাল ক্যাবল এর মাধ্যমে বাসা অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডিভাইস টি তামা অথবা সমকক্ষ তারের মাধ্যমে অপটিক্যাল ফাইবার এর আলোক সিগন্যাল কে ইলেকট্রিক সিগনালে রূপান্তর করার সক্ষমতা রাখে। পাশাপাশি সঠিক ট্রাফিক পরিচালনাও করে থাকে যার ফলে সকল গ্রাহক সঠিক স্প্রিটে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এই ডিভাইস টি শুধু ব্রডব্যান্ড ইন্টারনেটই নয় বরং আমরা যেগুলো ডাটা প্যাকেজ ব্যবহার করে থাকি অর্থাৎ বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক এ সকল কোম্পানিও ফাইবার টু দা হোম সংযোগের জন্য এ ডিভাইসটি ব্যবহার করে থাকে। বর্তমান বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই ডিভাইসটি প্রতিনিয়তই সকলের কাছে চাহিদামূলক হয়ে উঠেছে এবং এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বাংলাদেশে মূলত কয় ধরনের ওয়েলটি পাওয়া যায়
প্রত্যেকটি এলটি ডিভাইস নেটওয়ার্কে ব্যবহারের প্রয়োজনীয়তা এবং বাজেটের ওপর নির্ভর করে বিভিন্ন বৈশিষ্ট্য এবং সক্ষমতার হয়ে থাকে। বাংলাদেশে G-pon ওয়েলটি ডিভাইস অধিক মাত্রায় ব্যবহৃত হয়ে থাকে। G-pon ও এল টি ডিভাইস এর ডাউনস্ট্রিম গতি হচ্ছে ২.৫ জিবিপিএস এবং হাফ স্ট্রিম গতি হচ্ছে ১.২৫ জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে।


এছাড়াও E-PON অয়েলটি ডিভাইস ও খুব একটা কম ইউজ হয় না। বাংলাদেশে E-PON কয়েলটি ডিভাইস ব্যবহার করে এমন আইসপিও অনেক সংখ্যায় রয়েছে। E-PON কোয়েলটি ডিভাইস এর ডাউনস্ট্রিম গতি হচ্ছে 1 ওয়ান জিবিপিএস এবং আবিস্ক্রিম গতি হচ্ছে ওয়ান জিবিপিএস। এছাড়াও X-PON ওয়েলটি অনেকেই ব্যবহার করে থাকেন। আর এই ডিভাইস কেউ পূর্বের নেয় ফাইবার টু দা হোম অর্থাৎ উচ্চগতির ইন্টারনেট সার্ভিসের জন্য ব্যবহার হয়ে থাকে। X-PON ওয়েল্টি এর ডাউনস্ট্রিম গতি হচ্ছে ১০ জিবিপিএস এবং আপস্ক্রিম গতি হচ্ছে 2.5 জিবিপিএস। এছাড়াও NG-PON2 ওয়েলটি এটি বিশেষভাবে যেসব নেটওয়ার্কের ডাউনস্ট্রিম 40 জিবিপিএস এবং অফ স্ট্রিম টেন জিবিপিএস এর প্রয়োজন হয় সে সব নেটওয়ার্কের এই ওয়েলটিটি ব্যবহার করা হয়ে থাকে। এবং WDM-PON এটি ব্যবহৃত হয় যারা একাধিক তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে নেটওয়ার্কের উচ্চগতির ব্যান্ডউইথ আদান-প্রদান করে তাদের জন্য এই অয়েলটি ডিভাইসটি ব্যবহৃত হয়।


ওয়েলটি ব্যবহারের সুবিধা সমূহ
বাসা বাড়ি কিংবা অফিস আদালতে উচ্চগতির ব্যান্ডউ ইথ প্রদান করার পাশাপাশি ওয়েলটি ব্যবহারে ডাউনলোড এবং আপলোড স্পিড বেশি পাওয়া যায়।
বড় ধরনের প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করার জন্য সাশ্রয় সমাধান হচ্ছে ওয়েলটি ডিভাইস যার একই ফাইবারে অপটিক্যাল ক্যাবলে গ্রাহক খরচ কমাতে সহায়তা করে।
এবং ডাব্লিউ ডিএম টেকনোলজি তেলটি ডিভাইসে ব্যবহার করার ফলে ভেন্ডিদের কার্যকারিতা বৃদ্ধি করে ফলে একই ফাইবার অপটিক্যাল ক্যাবল দিয়ে একাধিক ব্যবহারকারীকে ব্যান্ডউইথ ব্যবহারের অনুমতি প্রদান করা যায়।
নেটওয়ার্ক ও করার ফলে বেশি ব্যবহারকারীর মধ্যে নিরবিচ্ছিন্ন সংযোগ ও উচ্চগতির ব্যান্ডউইথের প্রয়োজনীয়তা মেটাতে ওয়েলটি একটি বিশেষ সহায়তাকারী ডিভাইস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *