বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই ইন্টারনেট এর সাথে সম্পৃক্ত অনেকেই মোবাইল নেটওয়ার্ক তথা ডাটা ইউজ করে থাকি এবং অনেকে ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করে থাকি ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করার জন্য আমরা আমাদের নিকটস্থ আইএসপি গন্দের নিকট সার্ভিস চেয়ে থাকি এবং তারা আমাদেরকে ইন্টারনেট সংযোগ দিলে প্রথমত আমাদের দুইটি ডিভাইস দরকার পড়ে একটি রাউটার এবং আরেকটি হল অনু যদিও আমরা অনেকেই রাউটারের কাজ জানি যে রাউটার কি করে এরপরও সংক্ষেপে বলতে চাই রাউটার মূলত একটি নেটওয়ার্ক ক্রিয়েট করে একটি সিগন্যাল ক্রিয়েট করে এবং সেটি আমরা আমাদের কাঙ্খিত ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট এক্সেস করার জন্য নিয়ে থাকি। অনু Onu এর ফুল ফর্ম হল Optical network unit কোন কি এবং কিভাবে কাজ করে সেটি জানার আগে আমাদেরকে জানতে হবে আমরা বর্তমান যে ইন্টারনেট লাইনগুলো ইউজ করে থাকি সেটা মূলত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমাদের নিকটস্থ আইসপিরা আমাদেরকে প্রোভাইড করে থাকে এবং আমরা যে কানেকশনটা ব্যবহার করে থাকি সেটাকে FTTH বলা হয়ে থাকে।
FTTH এর অর্থ হল fibre to the home পূর্বে এক সময় আমাদেরকে ক্যাট সিক্সের মাধ্যমে লাইন দেওয়া হতো তখন আমরা যে স্প্রিট পেতাম এখন তার থেকে অধিক পরিমাণে বেশি স্পিড আমরা পেয়ে থাকি এর কারণ হলো ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে আমাদেরকে বর্তমানে সংযোগগুলো দেওয়া হয়ে থাকে আর অনু মূলত ব্যবহার করা হয়ে থাকে এই কারণেই ফাইবার টু দা হোম এর অর্থ হল আমার বাসা পর্যন্ত ফাইবার দিয়েই সংযোগ দেওয়া হবে এবং আমরা যেহেতু নেট ব্যবহার করি নেট ব্যবহার করার জন্য মূলত একটি রাউটার এবং একটি অন্য আমরা ক্রয় করে থাকি রাউটার মূলত আলোক সিগন্যাল গ্রহণ করতে পারেনা রাউটার ইলেকট্রিক সিগন্যাল গ্রহণ করে থাকে। আর ফাইবারের মাধ্যমে যেহেতু আমরা আলোক সিগনাল পেয়ে থাকি তাই সেটাকে কনভার্ট করার জন্য আমরা যেই ডিভাইসটি ব্যবহার করে থাকি সেটাকেই অনু বলা হয়। অনু মূলত আলোক সিগন্যাল কে ইলেকট্রিক সিগনালে পরিবর্তন করে থাকে।
অনু কত ধরনের হয়ে থাক
অনু তিন ধরনের হয়ে থাকে Epon, Gpon, Xpon এই তিনটি নাম ভিন হলেও কাজ কিন্তু এই তিনটার একই এখন আমার নির্ধারিত কোনটি কি ধরনের হবে সেটি অবশ্যই আমরা আইএসপির কাছ থেকে জেনে নেব। এবং এই তিনটির মধ্যে পার্থক্য হল আমরা যে কোনটা ব্যবহার করে থাকিনা কেন। আমাদের একটি অপটিক্যাল ফাইবার কনভার্টার লাগবে এটাই স্বাভাবিক। Epon বা Gpon এগুলোর নির্ধারণ করা হয়ে থাকে আমার যে আইএসপির কাছ থেকে সংযোগ নেওয়া রয়েছে সেই আইএসপির যেটি OLT সার্ভার রয়েছে সে OLT সার্ভার টি কি,..? যদি সে ওয়েলটি সার্ভার টি Epon হয় তাহলে আমরা Epon অনু ব্যবহার করবেন। এবং যদি আপনার আইএসপি এর OLT জীপোন তাহলে আপনি জীবন অনু ব্যবহার করবেন এবং যদি আপনি Xpon অনু নেন তাহলে আপনার আইসপি এর লাইন যদি জিপন হয় তাহলে সেটি সাপোর্ট করবে এবং যদি Epon হয় তাহলেও সেটা সাপোর্ট করবে। আশা করি অনু সম্পর্কে সকলকে সঠিক ধারণা দিতে পেরেছি।