লোকাল হোস্ট কি

Internet-ইন্টারনেট

আমরা যারা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপিং এর প্রতি ইন্টারেস্টেড তারা লোকাল হোস্ট বা লোকাল সার্ভার এ বিষয়ে টুকিটাকি কথা অবশ্যই শুনেছি কিন্তু আমরা এই সেক্টরে নতুন হওয়ার কারণে বেশিরভাগই আসলে জানিনা যে লোকাল হোস্ট কি এবং লোকাল হোস্ট কাকে বলে। আর এই কারণেই মূলত আজকে আমাদের আর্টিকেলের বিষয়বস্তু লোকাল হোস্ট কাকে বলে এই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে সঠিক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেকোনো ওয়েবসাইটকে যখন তৈরি করা হয় তখন সর্বসাধারণের সামনে লাইভ করার জন্য বা সকলের সামনে ভিউ করার জন্য এই ওয়েবসাইটটিকে একটি সার্ভার কম্পিউটারে রাখা হয়। আমরা যারা এডমিন বা ওয়েব ডেভলপাররা আছি আমরা নিজেদের ওয়েবসাইট ম্যানেজ করার জন্য নিজেদের কম্পিউটার থেকে যখন ওই আইপি বার ডোমের নাম দিয়ে যাবতীয় তথ্য সহকারে লগইন করি তখন আমরা আমাদের সাইটটি দেখতে পাই যদিও সেই সাইটটি আমাদের কম্পিউটারে তখন থাকে না মূলত সাইটটি একটি সার্ভার কম্পিউটারে থাকে সেখান থেকে আমরা সেই তথ্যগুলো একসেপ্ট করে থাকি অপরদিকে যখন একটি ইউজার বা একটি ভিজিটর কোন প্রয়োজনে আমাদের সাইটগুলোতে ভিজিট করে তখন তাদের সেই কম্পিউটারগুলো বা তাদের সেই পার্সোনাল ডিভাইস গুলো ইন্টারনেটের মাধ্যমে দ্রুতই সেই সার্ভার কম্পিউটারের সাথে কানেক্টেড হয় এবং তার সামনে সকল ডাটা গুলো ভিউ করে। আমরা যারা এই সেক্টরে জানতে আগ্রহ রাখি বা এই সেক্টরে কাজ করছি তারা আর মূলত জানি এ বিষয়টি যে ওয়েবসাইট দুই ধরনের থাকে একটি ডায়নামিক ওয়েবসাইট অপরটি স্ট্যাটিক ওয়েবসাইট।

ডায়নামিক ওয়েবসাইট বলা হয় যার ব্যাক এন্ড কোন প্রোগ্রামিং ভাষা যেমন পিএসপি বা hp ভাষা ব্যবহার করে ওয়েবসাইট টাকে ডেভেলপ করা হয়। আর এই ধরনের ওয়েবসাইটগুলো শুধুমাত্র ব্রাউজার এর মাধ্যমে রান করা সম্ভব হয় না। এসব ওয়েবসাইট গুলো র ভিউ করতে গেলে অবশ্যই সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় কারণ সে ওয়েবসাইটের ব্যাক এন্ডে ওয়েবসাইটের প্রোগ্রামিং এবং ডাটাবেজ থাকে। আর যার কারণে একটি ওয়েবসাইট সেটাপ করার জন্য। একটি ডায়নামিক ওয়েবসাইট করতে যা যা প্রয়োজন সেটি সাধারণত আমাদের পার্সোনাল ইউজ কম্পিউটার গুলোতে থাকে না। আর আমরা যখন কাজ করি তখন এই ওয়েবসাইটট গুলোর ফ্রন্ট পেজ বা আদার কনটেন্ট গুলোকে ভিউ করানো হয়। কিন্তু এমন যদি হতো যে নিজের কম্পিউটারটাকে একটি সার্ভার কম্পিউটারে রূপান্তরিত করব এবং এই সাইটকে পরিচালনা করব তাহলে সেটাও সম্ভব। তবে আপনার যদি এ বিষয়ে কিছুটা জানা থাকে তাহলে আপনি অবশ্যই আপনার নিজের কম্পিউটারটাকে সার্ভার কম্পিউটারে রূপান্তরিত করার কথা ভাববেন। এর জন্য আপনাকে আলাদা করে ওয়েব হোস্টিং সার্ভিসগুলোকে নেওয়া লাগবে না শুধুমাত্র আপনার সার্ভার কম্পিউটারটি এই সকল কাজ অটো করে দিয়ে রাখবে। আর তাই এ সংক্রান্ত বিষয়ে সকল কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য একটি লোকাল কম্পিউটার কে সার্ভার, কম্পিউটারের রূপ দেওয়াকে মূলত বলা হয় লোকাল হোস্ট। তবে আমাদের এই পার্সোনাল ইউজ কম্পিউটারগুলোকে লোকাল হোস্ট বানিয়ে ইউজ করার ক্ষেত্রে শুধু আমাদের ব্রাউজারগুলো আছেপূর্বে যদিও এ সকল বিষয়ে কাজ করা অনেক কঠিন ছিল কিন্তু এখন বিভিন্ন সফটওয়্যার চলে আসার কারণে এটি করা অত্যন্ত সহজ হয়ে গেছে তাই আমরা একটু ঠান্ডা মাথায় ভেবে কাজ করলে সবকিছু সঠিকভাবে সম্পন্ন করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *