nafisrj.com

ইন্টারনেট কি বা ইন্টারনেট কাকে বলে

Internet-ইন্টারনেট

Internet ইন্টারনেট অর্থাৎ interconnected network যার অর্থ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত নেটওয়ার্ক এখন প্রশ্ন হলো নেটওয়ার্ক কাকে বলে নেটওয়ার্ক এমন কিছু সিগন্যাল কে বলে যে সিগনাল অনেকগুলো ডিভাইসকে একসাথে সংযুক্ত করতে পারে। অর্থাৎ ইন্টারনেট এর বাংলা অর্থ বলতে গেলে আমরা এটা বলতে পারি যে, পরস্পর সংযুক্ত অনেক ছোট ছোট নেটওয়ার্ক একসঙ্গে হয়ে যে সিগনালটা বা যে সংযুক্তিটা তৈরি হয় তাকেই ইন্টারনেট বলে। আরো সহজ করে বুঝতে গেলে বলা যায় যেমন আমি বাংলাদেশে আছি আমার একটি ডিভাইস নিয়ে এবং আমার এক ফ্রেন্ড আমেরিকায় আছে, অন্য আরেকজন সৌদি আরবে আছে, এবং চতুর্থ জন জাপানে আছে এখন আমরা সকলে যদি একসঙ্গে নিজ নিজ স্থান থেকে কানেক্টেড হতে চাই তাহলে আমাদেরকে এই ইন্টারনেট বা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক এর মাধ্যমেই সংযুক্ত হতে হবে বা যোগাযোগ করতে হবে। আমি আমার জায়গা থেকে একটি নেটওয়ার্কের মাধ্যমে তাদের সাথে কানেক্ট হব তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ডিভাইস দ্বারা তাদের নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেকের সাথে কানেক্টেড হবে এই সম্মিলিত হওয়ার পর যেই বড় নেটওয়ার্কটি টি তৈরি হবে এটাকেই বলা হয় এন্টার কানেক্টেড নেটওয়ার্ক বা ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেট এমন একটি নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে আমি পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যে কারো সাথে যোগাযোগ রক্ষা করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *