Wifi কি এবং ওয়াইফাই কিভাবে কাজ করে

Internet-ইন্টারনেট

ইন্টারনেট যারা আবিষ্কার কয়েক দশক আগে হলেও সে সময় সকলের জন্য ইন্টারনেট ব্যবহার করা এত সহজ ছিল না কারণ সে সময় ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রয়োজন হতো নানা ধরনের ডিটাচেবল তথা লেনের সেই সময় টাই ল্যান্ড কানেকশনই ছিল একমাত্র ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি। এরপরে সময় কিছুটা আপডেট হলে আমাদেরকে নেট ব্যবহারের জন্য বিভিন্ন ইন্টারনেট ক্যাফে তে যেতে হত। কিন্তু দিন দিন সাইন্স ও টেকনোলজি যতই এডভান্স হতে শুরু করল ততই এ সকল জিনিসগুলোকে ইউজার ফ্রেন্ডলি করার চিন্তা মানুষের মধ্যে বৃদ্ধি পেতে লাগলো আর এভাবেই টেকনোলজির এডভান্সমেন্ট এর দরুন এমন একটি ওয়ারলেস নেটওয়ার্ক ইনভল্ভ করল যাকে আজ আমরা সকলে ওয়াইফাই নামে চিনি।

এখন যদি প্রশ্ন করি কি এই ওয়াইফাই কিভাবে কাজ করে..? দেখুন আজ থেকে প্রায় ১০ বছর আগের কথা যদি আমরা বলি তাহলে ইন্টারনেট ব্রাউজ করা আমাদের জন্য এত সহজ ছিল না আমাদেরকে সামান্য কোন কারনে নেট ব্যবহার করতে হলে ইন্টারনেট ক্যাফেতে যেতে হতো যেখানে ঘন্টা বা মিনিট হিসেবে আমাদেরকে চার্জ করা হতো। কোন জায়গা একটু অধিক পরিমাণে ইন্টারনেট ব্যবহার করতে চাইতো তাদেরকে ব্রডব্যাঙ্ক কানেকশন নিতে হতো এবং সে কানেকশন গুলি মোটা মোটা কেবল দ্বারা কম্পিউটারের সাথে সংযুক্ত হতো। তবে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারতাম ফেসবুক ইউজ করতে পারতাম পছন্দের তথ্য আদান প্রদান করতে পারতাম। কিন্তু বর্তমানের কথা চিন্তা করলে আপনি অবাক হবেন যে এখন আমরা সকলেই ইন্টারনেট সর্বদাই ব্যবহার করছি এবং এটা কোন তার ছাড়া। আর এর সম্পূর্ণ ক্রেডিট চাই একমাত্র ওয়াইফাই টেকনোলজি উপর। আজ আমরা ইন্টারনেটের ব্যবহার চাই ফোনে করি চাই কম্পিউটারে করি অথবা স্মার্ট টিভিতে করি।

বর্তমান আমরা যে যেই। ডিভাইসে নেট ইউজ করিনা কেন সকল ক্ষেত্রে আমরা বর্তমান ওয়াইফাই ইউজ করে থাকি। ওয়াইফাই কি ওয়াইফাই একটি সংক্ষিপ্ত নাম যার ফুল ফর্ম হল wayarleas fidelity ওয়াইফাই রেডিও সিগনাল দ্বারা হাই স্পিড ইন্টারনেট এবং ডাটা ট্রান্সফার করে থাকে। এর আবিষ্কার ১৯৯১ হয়েছিল। ওয়াইফাই আসলে একটি ওয়্যারলেস বা তারবিহীন নেটওয়ার্কিং ফেসিলিটি যা ডাবলু ল্যান বা ওয়ারলেস লোকাল এরিয়া নামেও পরিচিত এটি এমন একটি টেকনোলজি যা দ্বারা মডার্ন যুগে সমস্ত ডিভাইসে ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেকশন দেয়া হয়ে থাকে। এটির দ্বারা মোবাইল ল্যাপটপ ডেক্সটপ প্রিন্টার ইত্যাদি ডিভাইসকে ওয়ারলেসলি কানেক্ট করা যে থাকে। এবং এটির মাধ্যমে শুধু আমরা ইন্টারনেট ব্রাউজিং এ নয় বরং বিভিন্ন অডিও ভিডিও এবং ওয়ার্ড ফাইল জাতীয় এসব তথ্য প্রেরণ করে থাকি। বর্তমানে আমরা যে সকল ফোন ল্যাপটপ ডেক্সটপ ইত্যাদি ডিভাইস ইউজ করে থাকি এগুলোর প্রত্যেকটাতেই একটি ওয়াইফাই চিপ থাকে এবং সেটির দ্বারা আমরা ওয়াইফাই এক্সেস করতে পারি। ইন্টারনেট ব্রাউজিং করতে পারি। কিন্তু ওয়াইফাই রাউটার কেউ নেটের সাথে সংযুক্ত করার জন্য আরেকটি ব্রডব্যাংক কোম্পানির সাথে যুক্ত হতে হয়। এছাড়াও বর্তমান যে সকল ফোন আমাদের হাতে রয়েছে এগুলোর প্রত্যেকটিতে হটস্পট তথা পার্সোনাল ওয়াইফাই এর অপশন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *