ওয়েবসাইট কি

Internet-ইন্টারনেট

বর্তমান সময়ে আমরা প্রতিনিয়তই বিভিন্ন প্রয়োজনে এবং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এবং বিনোদনের জন্য ইন্টারনেটে ব্রাউজ করে থাকি। এ সকল ব্রাউজিং এর যেই ফলাফল গুলো আমাদের সামনে প্রকাশিত হয় এবং আমরা যে মাধ্যম দিয়ে ব্রাউজিং করে থাকি এটিও মূলত একটি ওয়েবসাইট। সহজ বাংলা ভাষায় বলতে ওয়েবসাইট মূলত একটি অনলাইন পরিচিতি। অনলাইনে প্রফেশনালি আমাদের আইডেন্টিফিকেশন টাই মূলত আমাদের ওয়েবসাইট। যেমন একজন ব্যক্তি, তার পরিচয় তার পরিবারের মধ্যে তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং তার সকল পরিচিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ আবার একটি দোকান বা একটি বিজনেস পরিচালনার ক্ষেত্রে একটি দোকান বা অফিস যেই এলাকার মধ্যে অবস্থিত সে এলাকার লোকজন এবং যারা এই বিজনেস থেকে সার্ভিস নিচ্ছেন এবং যারা এই বিজনেসের সাথে সম্পৃক্ত তাদের মাঝে পরিচিত। কিন্তু যদি কেউ চায় যে খুব সহজে এবং খুব অল্প সময়ে বিজনেসটাকে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত করবে তাহলে তার জন্য সর্বপ্রথম স্টেপ হবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করা।

ওয়েবসাইট হলো এমন একটি ডিজিটাল পরিচিতি বা মাধ্যম যেটার মাধ্যমে আপনি খুব অল্প সময়ে সকলের মাঝে পরিচিত হতে পারেন। এবং আপনার সকল কাজ খুব সুষ্ঠুভাবে ঘরে বসেই ডিজিটালি-ই পরিচালিত করতে পারেন। ওয়েবসাইট এমন নয় যে শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এটি পার্সোনাল পরিচিতি, বিজনেস, এডুকেশন এন্ড এন্টারটেইনমেন্ট ইত্যাদি ধরনের হতে পারে। এটি নির্ভর করে যে বা যারা এটি পরিচালনা করবে তারা সেটি কিসের জন্য ক্রিয়েট করতেছে এবং যে বা যারা এটি ব্রাউজ করবে তারা কি উদ্দেশ্যে ব্রাউজ করবে এটার উপরে নির্ভর করে। ওয়েবসাইট নিয়ে আরো গভীরভাবে বলতে গেলে বলা যায় ওয়েবসাইট মূলত অনেকগুলো ওয়েব পেজ।

অনেকগুলো পাতার সমষ্টিতে যেমন একটি খাতা হয় ঠিক তেমনিভাবে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিতে একটি ওয়েবসাইট হয়। ওয়েবসাইট কি ধরনের হয়ে থাকে…? ওয়েবসাইট মূলত অনেক ধরনের হয়ে থাকে এর মধ্যে ব্লগার সাইট, বিজনেস সাইট, এডুকেশন সাইট বেশি পরিচিত। যেমন আপনি এখন এই লিখাটি একটি ওয়েবসাইটে পড়তেছেন এটি একটি ব্লগার সাইট যার নাম nafisrj.com ঠিক তেমনিভাবে যখন আপনি ইউটিউব ব্রাউজ করেন তখন ইউটিউব একটি ওয়েবসাইট যখন আপনি facebook ব্রাউজ করেন তখন ফেসবুক একটি ওয়েবসাইট। যেমনিভাবে অনেকগুলো পাতা একসঙ্গে করে নাম দেয়া হয়েছিল খাতা ঠিক তেমনি ভাবে অনেকগুলো ওয়েব পেজ একসঙ্গে করে তার নাম দেওয়া হয় ওয়েবসাইট। এখন আপনি যখন একটি খাতা ব্যবহার করেন তখন খাতাটিতে আপনি যে বিষয়ে লেখালেখি করেন খাতাটির নাম সেটাই দেওয়া হয় যেমন ইংরেজি খাতা, বাংলা খাতা ইত্যাদি। ঠিক তেমনি ভাবে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিতে যে ওয়েবসাইটটি তৈরি করা হয় এরপর ওই ওয়েবসাইটকে যে ধরনের কাজে ব্যবহৃত করা হয় তাকে সেই নাম দেওয়া হয়। আশা করি ওয়েবসাইট সম্পর্কে আমাদের সঠিক ধারণা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *